আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
- By Jamini Roy --
- 13 January, 2025
আগামী মাসে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে অংশ নেবে ক্রিকেট বিশ্বের সেরা দলগুলো। এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য রবিবার (১২ জানুয়ারি) শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন আফগানিস্তানের অন্যতম সেরা ব্যাটার ইব্রাহিম জাদরান। দীর্ঘদিন পর তার দলে ফেরাটা ক্রিকেটপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে।
এছাড়া দলে জায়গা পেয়েছেন আরেক মিস্ট্রি স্পিনার এএম গাজানফার, যিনি মুজিবুর রহমানের পরিবর্তে দলে ঢুকেছেন। মুজিবুর রহমান বর্তমানে নিজের সুস্থতার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং টি-টোয়েন্টি ক্রিকেটে মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন। এর ফলে দলে তরুণ স্পিনার এএম গাজানফারের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী আফগান ক্রিকেট বোর্ড।
দলটির স্কোয়াডে আছেন সাদিকুল্লাহ আতাল, যিনি সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন। তিন ম্যাচের ওই সিরিজে তিনি একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ১৫৬ রান করে সিরিজ-সেরা নির্বাচিত হন। তার এই ফর্ম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগান দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
ঘোষিত এই স্কোয়াডে ব্যাটিং এবং বোলিং বিভাগে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ। দলের অধিনায়কত্ব করবেন হাশমতুল্লাহ শহিদি এবং সহ-অধিনায়ক হিসেবে থাকবেন রহমত শাহ। ব্যাটিং লাইনআপে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, এবং আজমাতুল্লাহ ওমরজাই। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মোহাম্মদ নবী ও গুলবদিন নাইব। বোলিং বিভাগে আছেন রশিদ খান, নূর আহমদ, এবং ফজল হক ফারুকির মতো অভিজ্ঞ বোলাররা।
মূল দল:
হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সাদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, রশিদ খান, এএম গাজানফার, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক।
রিজার্ভ:
দরবিশ রাসুলি, নাঙ্গিয়াল খারোটি, বিলাল সামি।
আফগানিস্তান দলের এই স্কোয়াড চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করার জন্য যথেষ্ট শক্তিশালী এবং তারা প্রতিযোগিতায় চমক দেখানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।